পুরুষ মানুষের জীবন
পুরুষের জীবনে কষ্টময় দিনগুলো সবসময়ই মনে পড়ে যায় কারণে অকারণে। পুরুষ উপরে যতই হাসিখুশি থাকে না,তার হাসিখুশি পিছনে আছে তার চেয়ে দ্বিগুন কষ্ট, যা মানুষের ভাবনার চেয়ে বাইরে।
একেকজন পুরুষের এক একেক রকম অনুভূতির গল্প হয়ে যায় তার বাস্তব জীবন। পুরুষ মানুষ অভিনয়ে সেরা নাটকে না বাস্তবতার গল্পে,সেই হিরো আবার সেই ভিলেন।
পুরুষ মানুষ যখন ঘর থেকে রাস্তায় বের হয় সে নিজেও জানে সে আজ ঘরে ফিরবে কিনা,কখন ফিরবে।
পুরুষ মানুষ তার নিজের জন্য ভাবতে সময় পায় না,তার সকল ভাবনার মধ্যে রয়েছে তার পরিবার।পরিবার জন্য অনেক সময় সে হিরো,আবার সে ভিলেন।
পুরুষ মানুষের গল্প শেষ হওয়ার মতো না।পুরুষ মানুষরাই একেক গল্পের একেকরকম চরিত্র নিয়ে অভিনয় করে।
Comments
Post a Comment