কিছু কথা রয়ে যায় মনের মধ্যে, যা প্রকাশ করার খুব ইচ্ছে জাগে, কিন্তু পারি না প্রকাশ করতে,আর সেই না বলা কথা গুলো বুকের মধ্যে চুড়ির মতো আঘাত করে। ঐ আঘাত থেকে কখনো সরে আসা যায় না।
মানুষের জীবন যাপন অতিষ্ঠ হয়ে ওঠেছে এই গরমে।তারপর ও মানুষ তাদের দৈনন্দিন কাজ করার জন্য বের হয় ঘর থেকে। সংসার চালাতে হবে বলে মানছে না কেউ এই গরম।বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ। মানুষের ইনকাম কম,কিন্তু খরচ বেশি, তার কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম।মানুষ হিমসিম খেয়ে যাচ্ছে, তারপর ও মানুষ কিনতেছে সংসার চালানোর জন্য।
অভিযোগ এর শেষ নেই, কেউ না কেউ কোন কিছু নিয়ে সৃষ্টিকর্তার কাছে অভিযোগ। কেউ আবার নিজের প্রতি অভিযোগ। কি করলাম জীবনে, না পারিলাম নিজেকে প্রতিষ্ঠিত করতে, না পারিলাম অন্যকে ঠিক রাখতে।অভিযোগ একদিন বলবে আমি আর পারছি না, মুক্তি দাও আমাকে। রাস্তায় যখন দেখি কত কষ্ট করতেছে মানুষ, যার অঙ্গ আছে সেই ও কষ্ট করতেছে, আর যার কিছু অঙ্গ নেই সেই ও কষ্ট করতেছে। তখন নিজেকে নিয়ে ভাবি সৃষ্টিকর্তার অনেক ভালো রেখেছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা পৃথিবীর সব মানুষকে যেন ভালো রাখে।
Comments
Post a Comment