Posts

গল্প

 কিছু গল্প আছে যা অল্পের মধ্যে শেষ হয়ে যায়।সেই ছোট গল্প গুলো মানুষ খুবই কম মনে রাখে,লম্বা গুলো সহজে ভুলে না,কারন লম্বা গল্পে জমে যায় অনেক কিছু। যা মানুষ সহজে ভুলতে পারে না।লম্বা গল্পের একেকজন একেকরকম অভিনয় করে যা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। তাদের গল্পে জীবন তো শুরু হয়,কিন্তু জীবন শেষ হওয়ার পর সেই গল্পের মানুষ গুলো চরিত্র বেঁচে থাকে।

স্বপ্ন

 কিছু কথা রয়ে যায় মনের মধ্যে, যা প্রকাশ করার খুব ইচ্ছে জাগে, কিন্তু পারি না প্রকাশ করতে,আর সেই না বলা কথা গুলো বুকের মধ্যে চুড়ির মতো আঘাত করে। ঐ আঘাত থেকে কখনো সরে আসা যায় না।

অভিযোগ

 অভিযোগ এর শেষ নেই, কেউ না কেউ কোন কিছু নিয়ে সৃষ্টিকর্তার কাছে অভিযোগ। কেউ আবার নিজের প্রতি অভিযোগ। কি করলাম জীবনে, না পারিলাম নিজেকে প্রতিষ্ঠিত করতে, না পারিলাম অন্যকে ঠিক রাখতে।অভিযোগ একদিন বলবে আমি আর পারছি না, মুক্তি দাও আমাকে। রাস্তায় যখন দেখি কত কষ্ট করতেছে মানুষ, যার অঙ্গ আছে সেই ও কষ্ট করতেছে, আর যার কিছু অঙ্গ নেই সেই ও কষ্ট করতেছে। তখন নিজেকে নিয়ে ভাবি সৃষ্টিকর্তার অনেক ভালো রেখেছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা পৃথিবীর সব মানুষকে যেন ভালো রাখে।

বিবেচনা করা

 নিজেকে প্রস্তুত করো,নিজের মতো করে।নিজেকে যতই কঠিন করে তুলতে পারবে ততই সামনের দিকে এগিয়ে যেতে পারবে।অন্যর মতো করে নিজেকে তুলতে যেও না,হয়তো সমস্যা পরতে পারো,নিজেকে নিজের মতো করে তুলতে পারো।একা চলার চেষ্টা করো,দেখবে দুনিয়া কি রকম,কত ধরনের মানুষ আছে।ভালো খারাপ আছে সবজায়গায়, খুঁজে নাও তোমার মতো করে তোমার চলার পথ।নিজের ভেতর কি আছে যা দিয়ে তুমি অনেক দূর পার হতে হবে, খুঁজ করো নিজের ভেতর টাকে,পাবে অনেক কিছু, যা দিয়ে সামনে এগিয়ে যাওয়াটা তেমন কঠিন হবে না।

সময়

 সময় অতিদ্রুত অতিক্রম করে, মানুষ অপেক্ষায় থাকে ভালো সময় কখন আসবে,আসলে ভালো সময় বলতে কিছু নেই, সময়টাকে ভালো করে নিতে হয়।সবকিছু নিজের ুপর উপর নির্ভর করে কিভাবে করতে হবে, এবং কোন সময়ে করতে হবে। নিজের উপর ভরসা রাখতে হবে,অন্যর উপর ভরসা করা মানুষ মাঝে মাঝে উপরে ওঠতে পারে, সবসময় কিন্তু পারে না। নিজের উপর, নিজের কাজের উপর ভরসা রাখতে হবে, যে আমি করে দেখাতে পারবো।

মা

মা শব্দটা ছোট, কিন্তু এই শব্দের মানুষটি মূল্য অনেক।মায়েদের বর্ণনা দেওয়া অসম্ভব। কারণ মায়ের রা সবসময়ই অতুলনীয় হয়,সংসার কিভাবে চালাতে হয়,বাচ্চাদের কিভাবে রাখতে হয়,তারা সবকিছু জানে,মায়েদের ভালোবাসা সীমাহীন, কিন্তু অনেক ছেলেমেয়ে আছে মায়েদের মূল্য দিতে জানে,তারা জানে তাদের জীবন নিয়ে তারা কি করবে,কিন্তু তারা এইটা ভুলে যায় তারা জীবনটা পেয়েছে কার দাঁড়াই।যাদের মা আছে তারা মূল্য দিতে জানে না,বুঝতে সময় লাগে কিন্তু তখন মা থাকে না। ভালোবাসো মা কে, খারাপ ব্যবহার থেকে দূরে থাকো,মা বড় মহামূল্যবান সম্পদ।একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। 

জীবনযাপন

 মানুষের জীবন যাপন অতিষ্ঠ হয়ে ওঠেছে এই গরমে।তারপর ও মানুষ তাদের দৈনন্দিন কাজ করার জন্য বের হয় ঘর থেকে। সংসার চালাতে হবে বলে মানছে না কেউ এই গরম।বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ। মানুষের ইনকাম কম,কিন্তু খরচ বেশি, তার কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম।মানুষ হিমসিম খেয়ে যাচ্ছে, তারপর ও মানুষ কিনতেছে সংসার চালানোর জন্য।